চৌহালীতে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী আটক
প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১২:৪১

সিরাজগঞ্জের চৌহালীতে হাফ ডজন জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৪ জুলাই )দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ফোর্স থানার চর সলিমাবাদ গ্রামের শাহীন তালুকদারের বসতবাড়ীর টিনের ঘরের মেঝেতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে।
এসময় ৩ সেট তাস, ৮১ হাজার ৬'শ ৫০ নগদ টাকাসহ ৬ জুয়াড়ীকে আটক করা হয়।
আটককৃত জুয়াড়ীরা হলেন উপজেলার চর বিনানুই গ্রামের মৃত হারুন এর ছেলে মো: গনি মিয়া(২৯), রেহাই পুখুরিয়া গ্রামের জয়নাল আবেদিনের মো: শাহিন (৩০),বক্কার সরকারের ছেলে বাবুল (৫৪), মৃত আজিজুল ব্যাপারীর ছেলে মো: আব্দুল বাতেন (৫২),মৃত বশির উদ্দিনের ছেলে মো: সোলাইমান হোসেন (৪৩) ও খাষপুকুরিয়া দক্ষিণ পাড়ার রফিক (৪৫) এদেরকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে চৌহালী থানার (ওসি) আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ।