বাজিতপুরে আধা কোটি টাকার অবৈধ জাল ধ্বংস
প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৬:৪০

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদবিন এনাম। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা সহায়তা করেন।
অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও মেজিক জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল জানান, জব্দকৃত মালামালের মধ্যে ছিল ৬৪ বস্তা কারেন্ট জাল ও ১ হাজার পিস মেজিক জাল। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইউএনও ফারাশিদবিন এনাম বলেন, ‘এই ধরনের অবৈধ জাল জলজ সম্পদের জন্য মারাত্মক হুমকি। মাছের প্রজনন ব্যাহত করে এমন জাল ধ্বংস করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’