রাঙ্গুনিয়ায়  আ'লীগের সহ-সভাপতি আইয়ুব গ্রেফতার

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৬:৪৩

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে মোঃ আইয়ুব (৪৬) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সিপিসি-২, হাটহাজারী ক্যাম্প, র‍্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- কদমতলী মডেল ইউনিয়নের পশ্চিম কদমতকী শহরমুল্লুকের বাড়ীর বাসিন্দা ১নং ওয়ার্ডের মৃত ইসহাক প্রকাশ স্টারের ছেলে।

সে স্থানীয়ভাবে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

জানা গেছে, সে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলার বালি ব্যবসা নিয়ন্ত্রণ,  মাদকসহ  দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অস্ত্র নিয়ে শোডাউন, হুমকি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। পতিত আওয়ামী লীগের আমলে হাসান মাহমুদের দাপট দেখিয়ে সব ধরনের অপরাধ করে বেড়াত।

র‍্যাব ৭ জানায়, গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব স্বীকার করেছেন যে তিনি একাধিক মামলার পলাতক এবং অপরাধের সঙ্গে জড়িত। যদিও তার কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র থাকার তথ্য থাকলেও, র‍্যাবের কাছে সে তা প্রকাশ করেনি।

পরবর্তীতে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখানে মামলার আইনি প্রক্রিয়া শেষে আূালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ।

চন্দ্রঘোনা চারাবটতল কদমতলী এলাকায় বালি ব্যবসার আধিপত্য নিয়ে বিভিন্ন সময় ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে একাধিক পক্ষকে। এরমধ্যে আওয়ামী লীগ নেতা আইয়ুবের অস্ত্র হাতে বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে র‍্যাবের বিশেষ অভিযানে আটক হয়েছে আইয়ুব। 

তবে স্থানীয়দের দাবী অবৈধ অস্ত্রটিও যেনো উদ্ধার করা হয়। আইয়ুব ছাড়াও আরও অনেককেই অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে, তাদেরও যেনো আইনের আওতায় আনা হয় এমনটাই দাবী এলাকাবাসীর।

এবিষয়ে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইলিয়াছ সিকদার জানান, তার সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাকে আটবার মোবাইলে হত্যার হুমকি দেয়। এবং এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিত প্রায় সময়। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে বলে তিনি জানান। 

এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক উত্তম কুমার জানান, র‍্যাব-৭ আটককৃত আসামী আইয়ুবের রাজনৈতিক একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার জানান, গতরাতে র‍্যাব-৭ কর্তৃক আটককৃত আইয়ুবকে রাঙ্গুনিয়া থানায় সোপর্দ করলে পরিদর্শক উত্তম কুমারের তদন্তাধীন একটি মামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে আমরা তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি।আর কোন মামলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।