পাংশায় মাদ্রাসা প্রধানকে দেশ ছাড়াও হুমকি
প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৭:০৭

রাজবাড়ীর পাংশা পৌরশহরের পারনারায়নপুর বাইতুল উলুম বালক হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং নিয়ে চলছে গভীর সড়যন্ত্র, মাদ্রাসার প্রধানকে হুমকি দিয়ে মাদ্রাসা ত্যাগ করতে বলেছেন ওই এলাকার প্রভাবশালী এক ব্যাক্তি এ ঘটনায় উদ্বিগ্ন ওই মাদ্রসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে মাদ্ররাসা কর্তৃপক্ষ আইনের সহায়তা নিবেন বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক ফারুখ হোসেন।
২০১৭ সালে পাংশা শহরের পারনারায়নপুর গ্রামে শুরু করেন একটি মাদ্রাসা প্রতিষ্ঠান শুরুর পর থেকেই একটি মহল প্রতিষ্ঠানটি ধংষের চেষ্ঠায় লিপ্ত বিভিন্ন সময় এই দ্বীনি প্রতিষ্ঠানটির নানা কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ করেন প্রতিষ্ঠানের পরিচালক ফারুখ হোসেন।
শনিবার (৫ জুলাই) সরেজমিনে গিয়ে কথা হয় ওই প্রতিষ্ঠানের প্রধান মুফতি মেজবাহুল ইসলাম ও উপস্থিত ৬ জন শিক্ষকের সাথে মুফতি মেজবাহুল ইসলাম বলেন- আমাদের প্রতিষ্ঠান বাইতুল উলুম বালক হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং আমরা ৭ জন শিক্ষক রয়েছি, শিক্ষার্থী ১০০ এর বেশী এখানে মক্তব, নাজেরানা, হেফজ শাখা ও কিতাব খানা রয়েছে।
বিগত ২ জুম্মায় মাদ্রাসার বিপক্ষে ২/১ জন কথা বলছিল, এখানে মাদ্রাসা রাখা হবে না, এমন কি আমাকে শুক্রবারের মধ্যে সবকিছু নিয়ে চলে যেতে হুমকি দিয়েছিলেন একই এলাকার আইয়ুব আলী শেখ নামের এক ব্যাক্তি তিনি আমাদের প্রতিষ্ঠানের কমিটিও কেউ না শুধু শুধু পরিচালক ফারুখ সাহেবকে এখান থেকে উচ্ছেদ করতে এই পায়তারা।
এ বিষয়ে মাদারাসার পরিচালক মোঃ ফারুখ হোসেন বলেন আমরা জমি দিয়ে মাদরাসা করেছি,দ্বীনের খেদমতের জন্য শুরু থেকেই এই আইয়ুব আলী শেখ বাধা দিয়ে আসছিল, ২০১৮সালে মসজিদ ভেঙ্গে দিয়েছিল এখন পূনরায় স্থানীয় কতিপয় লোকদের কু-পরামর্শে তিনি আবার মাদ্ররাসার পিছনে লাগছে তিনি এ প্রতিষ্ঠানের কেউ না, তিনি মাদ্রাসার পরিচালনা কমিটিতেও নেই উড়ে এসে শক্তির প্রভাব বিস্তার করে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নষ্টের পায়তারা করছে। এমনটি করলে আমরা আইনের আশ্রায় নিতে বাধ্য হব।
এ বিষয়ে আইয়ুব আলীর সাথে কথা বলার চেষ্ঠা করা হলে তাকে বাসায় গিয়ে পাওয়া যায়নি মুঠোফোনে কথা বলার চেষ্ঠা করেও পাওয়া যায়নি।
স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন এ এলাকায় এমন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় স্থানীয় বিভিন্ন এলাকার ছোট ছোট ছেলেরা, এতিম শিশুরা দ্বীনি শিক্ষা গ্রহণ করছেন এই প্রতিষ্ঠানের জন্য আমরা এলাকাবাসি সার্বক্ষনিক সহযোগীতা করে যাব। এই প্রতিষ্ঠান এ এলাকার মানুষের নাজাতের উসিলা হতে পারে।