বাউফলে ফাহাদ হত্যার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৮:১৯ | আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১৮:৪৮

পটুয়াখালী বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজ মাঠে শনিবার (৫ই জুলাই) বেলা ১১টার দিকে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী হত্যার বিচারের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
খুনিদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন ফাহিম বয়াতী মা রেকসোনা বেগম, হাফেজ মাওলানা আল আমিন, আবু নাঈম, মোঃ ইব্রাহীম মৃধা, আবুল মৃধা, মনির হাওলাদার, মোঃ হান্নান বয়াতী প্রমুখ।
এসময় ফাহিমের মা রেকসোনা বেগম প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত খুনিদের গ্রেফতার করে ফাসিঁ কার্যকর করা হোক।
উল্লেখ্য গত মঙ্গলবার বিকালে দশমিনা উপজেলার বেতাগি সানকিপুর ইউনিয়নের ধলু ফকির বাজার এলাকায় ফাহিমকে কুপিয়ে হত্যা ও তার বাবা জাকির হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। জাকির হোসেন বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।