চন্দনাইশে ৩ দিনব্যাপী চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল সোমবার থেকে শুরু 

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৮:৩৪

চন্দনাইশ (চট্টগ্রাম ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

 চট্টগ্রামের চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মত নারী উদ‍্যোক্তাদের আয়োজনে  আগামী ৭ জুলাই (সোমবার) থেকে ৩ দিনব্যাপী চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে।

চন্দনাইশ সদরস্থ সদ্য নির্মিত নিউ মার্কেটের নিচ তলায় ৩ দিনব্যাপী চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প প্রদর্শনী মেলায় ১৮ টি স্টল শোভা পাচ্ছে। 

আগামী ৭, ৮ ও ৯ জুলাই ৩ দিনব্যাপী ফুড ফেস্টিভ্যালে নিজেদের তৈরী দেশীয় মুখরোচক খাবার যথাক্রমে: আচার, চকলেট, কেক, পেস্ট্রি, মিষ্টি, লাড্ডু, জুসবার, চা-কপি, রকমারি আচার, মসলা আইটেম, খাবারের প্রদর্শনী ও বিক্রয়, সেলিব্রিটি বল্ক, সেলিব্রিটি রিভিউ, বিভিন্ন ফুলেল শো-রুম, যাবতীয় লেডিস আইটেমের শো-রুম স্থান পাচ্ছে। ৩ দিনব্যাপী এই অনুষ্ঠান মালার উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। 

প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ব্যক্তিবর্গ ফুড ফেস্টিভ্যাল পরিদর্শন করবেন। প্রতিদিন সঙ্গীতানুষ্ঠান, আলোচনা ও কথামালা, জাদু প্রদর্শনী, সমাপনী দিনে সেরা স্টলের পুরষ্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছে। চন্দনাইশে প্রথমবারের মত ফুড ফেস্টিভ্যালকে স্বাগত জানিয়েছেন এলাকার সুশীল সমাজের মানুষ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্দনাইশে সৃষ্টি হবে উদ্যোক্তা, লাভবান হবেন বেকার যুব সমাজ ও তাদের পরিবার।