কোনো ফ্যাসিবাদের দোসর আর ক্ষমতায় আসবে না: ডা. শফিকুর রহমান

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ২০:৫৪

ফেনী প্রতিনিধি
যায়যায়দিন

ফেনী জেলা  জামায়াতের সুধী সমাবেশ অনুস্টিত হয়েছে  শনিবার বিকেলে ফেনীর  কিং কমিউনিটি সেন্টারে। এতে  বক্তব্য রাখেন সাবেক আমীর  একেএম সামছু উদ্দিন,  ফেনী ৩ আসনের এমপি প্রার্থী  ডাঃ ফখর উদ্দিন  মানিক, 

কেন্দ্রীয়  মজলিসে সুরা ফেনী ২ সদর আসনেের এমপি  প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, ফেনী   ১ আসনে প্রার্থী  এডভোকেট  এসএম কামাল উদ্দিন, বক্তার  বলেন,  আল্লাহর  বিধান কায়েম না হওয়া পর্যন্ত  শান্তি  আসবেনা।

 আপনাদের পরামর্শ  ও সুচিন্তিত  মতামত  সহ সহযোগিতা কামনা  করছি। কুমিল্লা  চৌদ্দগ্রাম  আসনের সংসদ সদস্য  প্রার্থীও নায়েবে আমীর   ডাঃ সৈয়দ  আব্দুল্যাহ তাহের, তিনি বলেন, মানব জাতি  ও মানব জাতির ইতিহাস  একে  অন্যের পরিপুরক। 

এক লাখ  দুলাখ নবী পয়গাম্বরের আগমনে সভ্যতার ইতিহাস   সৃষ্টি  হয়ে  পরে আবার বিলীন হয়ে  যায়।  বাংলাদেশের  সুর্য  উদয়ের  দ্বারপ্রান্তে।  বাংলাদেশের  স্বাধীনতাও ভুখন্ড  রক্ষার জন্য  বড় চ্যালেন্জ। সত্যকে সমর্থন করতে হবে বলে তিনি জানান। 

প্রধান অতিথি  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির আমীরে জামায়াত  ডা,শফিকুর  রহমান বলেন , বৈষম্য দুর করার জন্য  তিনি  সুধী সমাজের পক্ষ থেকে একজনকে   বক্তব্য রাখার সুযোগ করে দেন,তখন  এক ব্যাংক কর্মকর্তা বক্তব্য রাখেন। 

আমীর বলেন,  আমরা পৃথিবীকে বন্ধু  বানাতে  চাই শত্রু নহে।  তিনি বলেন, তোমরা কি কিতাবের  প্রতি ঈমান এনেছো।  দুদকও   টেক্স ফাঁকি দিয়ে  সম্পদ অর্জন  করে  একদিন মারা যাবেন।  

বাংলাদেশের  কোথায়  সবুজ  কোথাও রুপালি  সম্পদ  আছে।  হারাম হালাল  চিন্তা  নাকরে  সম্পদ কুক্ষিগত  করে রেখেছেন এর জবাবদিহি করতে হবে। 

ভ্যাট টেক্স দিতে হচ্ছে  একজন শিশু  ও ভিক্ষুক কেও ঋনের বোঝা নিতে হয়।৫৪ বছর  চলছে  স্বাধীনতার বয়স। দেশকে মানুষকে  ভালো বাসতে হবে। ৮৮ সালে দু'দিন  ছুটি শুরু হয়েছে।  দশদিনের ছুটিতে  দেশের  চাকা জ্যাম হয়ে গেছে। 

রাত সাড়ে  দশটায় চাদ দেখা  গেছে , বিচিত্র  দেশে, তা ও সম্ভব। গনতন্ত্রের  চেয়ে  উন্নয়ন  বেশী  দরকার।উন্ময়নের হাসড়কের নামে  ২৬ লক্ষ কোটি টাকা  দেশ থেকে  লুট করে পাচার করেছেন লুটেরা। 

পাবনায় রুপপুরে একটি বালিশের দাম ৭২ হাজার টাকা  বিল করেছে  তারা। কত মায়ের  বুক খালি  করেছেে, হত্যা গুম নির্যাতন করে  বিচারকে ধ্বংস করে দিয়েছে।  বাসায়  রায় লিখে দিতেন, আদালতে বিচারক  পড়ে শুনাতেন।   ২ জন আমীর সহ ১১ জনকে দুনিয়ায়  থেকে সরিয়ে  দেয়া হয়েছে।  জানাযায় শরিক  হতে  দেয়নি।  বাড়ি ঘর   ভাংচুর  করে দিয়েছে বিগত সরকারের আমলে। রাখে আল্লাহ  মারে কে আমি বলি, ধরে আল্লাহ  ছাড়ে কে। 

 তিনি আরো বলেন, যুবকেরা হচ্ছে  নেয়ামকের শক্তি।  আবু সাঈদ এর রক্তের  কাছে দেশবাশী সহ সকলে ঋনী।  

নিবন্ধন বাতিল করে  মার্কা টাও খেয়ে  পেলেছে।  বাড়ি  ঘর ব্যবসা বানিজ্যের  সবকিছু  গুড়িয়ে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। 

 একটা সরকার এসেছে,  আমরা ঘরে ফিরতে  চাই। পুলিশকে জনগণের  কাছে  আনতে হবে। ২৩২ টি থানায়  মেরামত করা হয়েছে।  কোনো ফ্যাসিবাদের দোসরকে  আর আসতে দেয়া হবেনা। আমরা ন্যায়েরপক্ষে  কাজ করতে  চাই।   

আমরা ফ্যাসিবাদের আগ্রাসন  আর দেখতে চাইনা। আমরা ক্ষমতার মসনদে বসতে চাইনা। কোরআনকে সামনে রেখে  আমরা এগুতে  চাই।  দোযা ও  সহযোগিতা  চাই সকালের।  জামায়াতে  আমীর সকালে  রোকন সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন।