শিবচরে আড়িয়াল খাঁ নদে ভাঙন, হুমকিতে ৯৭ কোটির সেতু

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১১:২৩

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
যায়যায়দিন

মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত ‘লিটন চৌধুরী’ সেতুর পাশে পাড়ে ভাঙন দেখা দিয়েছে। নদী শাসন বাঁধ না থাকায় বর্ষার শুরুতেই এমন ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
 
উৎরাইল-শিবচর প্রধান সড়কের আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সেতুটির নয়াবাজার পাড়ের দক্ষিণপাশে নদের পাড়ে এই ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বেশ কিছু জায়গা ভেঙে নদী গর্ভে চলে গিয়েছে। সেতুর একটি পিলার থেকে একশ ফুটেরও কম দূরত্বে এই ভাঙন।

উপজেলা এলজিইডি থেকে জানা গেছে, ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ‘লিটন চৌধুরী’ সেতুটি ২০২৩ সালের ৪ নভেম্বর ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৮০ মিটার প্রস্থের সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ পথ দিয়ে উপজেলা সদরের সাথে দত্তপাড়া, শিরুয়াইল, নিলখী ইউনিয়নের বাসিন্দারা চলাচল করেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি আড়িয়াল খাঁ নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্রোতের তীব্রতা। সেতুর কাছে নদীর পাড় ঘেঁষে সৃষ্টি হয়েছে ঘূর্ণিস্রোত। এর মধ্যে সেতুর কাছে পাড়ে বেশকিছু স্থানে মাটি ভেঙে গেছে। নদীতে পানি বাড়লে ভাঙন আরও বাড়তে পারে। ফলে সেতুটি হুমকির মুখে রয়েছে। এভাবে ভাঙন দেখা দেওয়ায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া বলেন, “সেতু নির্মাণের আগেই দুই পাড়ে নদী শাসন বাঁধ করা উচিত ছিল। সেতু চালু হয়েছে প্রায় দেড় বছর। অথচ নদী শাসন বাঁধ দেওয়া হয়নি। এখন নদীতে পানি বৃদ্ধি পাওয়া সেতুর কাছে ধস দেখা দিয়েছে।

নদী থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কারণে আমাদের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানি বাড়লে ভাঙন আরও বাড়তে পারে; যা সেতুর জন্য হুমকি বলে জানান তিনি। 

সেতুর কাছে নদী ভাঙনের বিষয়ে খোঁজ খবর নেওয়ার কথা জানিয়েছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।

মাদারীপুর জেলার নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, দ্রুত সেতুর বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।