শীতলক্ষ্যায় ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১২:০৭

গাজীপুর প্রতিনিধি
ছবি: প্রতিকী

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন হাসান (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

শনিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে নদীতে নামার পর নিখোঁজ হয় সে। দীর্ঘসময় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। একপর্যায়ে হাত থেকে ফুটবলটি নদীর গভীরে চলে যায়। এসময় আপন ফুটবল তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি সঙ্গে থাকা বন্ধুরা আপনের বাড়ি ও আশপাশের লোকজনকেয জানালে আপনের স্বজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। পরে না  পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল এসে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।


কালীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে তারা নিখোঁজের খবর পান। তবে স্থানীয় স্টেশনে ডুবুরি দল না থাকায় দ্রুত ঢাকা হেড অফিসের মাধ্যমে টঙ্গী ফায়ার সার্ভিসে যোগাযোগ করে ডুবুরি দল পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।