জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল হালিম

নির্বাচনে সৎ  ও যোগ্য ব্যক্তিকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে                       

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১৩:৫৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
যায়যায়দিন

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ দলের রুকনরা সমাজের দর্পন স্বরূপ। 

আগামী নির্বাচনে জামায়াতের রুকনরা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করবে। এক কথায়-নির্বাচনী কার্যক্রম সফলে রুকনদের জোরপ্রস্তুতি থাকতে হবে। তিনি রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তেরটি ইউনিয়ন ও একটি পৌরসভা জামায়াতের রুকনদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইন পরিচালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

 এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা সহকারী সেক্রেটারী আবদুর রহিম, পৌর নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, শাহাব উদ্দিন রনিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের রুকনবৃন্দ।