বাউফলে পরিবেশক সমিতির সভাপতি মাসুম, সম্পাদক জাহাঙ্গীর

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১৭:০৮

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
যায়যায়দিন

পটুয়াখালীর বাউফল উপজেলার পরিবেশক  ব্যবসায়িক সমিতির ২০২৫ ও ২০২৬ সনের জন্য কমিটি গঠন হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার বাণিজ্যিক কালাইয়া বন্দরের অস্থায়ী কার্যালয় এই কমিটি গঠন হয়। 

দুই বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সমিতির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি সবুজ হাওলাদার, সহ-সভাপতি মাহবুব হাওলাদার, সহ-সভাপতি আবুল খায়ের মৃধা, সহ-সভাপতি সজল সাহা। 

সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াদুদ আহমেদ। কোষাধ্যক্ষ শ্যামল রায়,সহ কোষাধ্যক্ষ রাজিব দেবনাথ। প্রচার সম্পাদক নাঈম হোসেন, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন। সাংস্কৃতিক সম্পাদ সাংস্কৃতিক সম্পাদক গোপাল সাহা, সহ সাংস্কৃতিক সম্পাদ সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম। দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সহ দপ্তর সম্পাদক বশির আহমেদ। ১৭ জনকে নিয়ে কার্যকরী এই পরিষদের মোট সদস্য ৪০ জন। 

নবগঠিত কমিটির সভাপতি  নুর ইসলাম সিদ্দিকী মাসুম বলেন, বাউফল উপজেলা পরিবেশক এই সমিতির প্রতিটি ব্যবসায়ীর  সার্বিক সহযোগিতায় এই কমিটির দায়বদ্ধতা রয়েছে।