খানসামায় নিখোঁজের পরদিন পুকুরে মিলল কিশোরের লাশ
প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১৭:২১

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গণিপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।
রোববার (৬ জুলাই) সকাল ৬ টার দিকে বাড়ির পাশের মোকছেদুলের পুকুরে মরদেহটি ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা তাঁর পরিচয় শনাক্ত করেন।
নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরে বাসায় ফেরে রানা। এরপর গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়, কিন্তু আর ফেরেনি।
অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। রবিবার সকালে পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। কিছুক্ষণ পর ওই পুকুরে রানার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
রানার বাবা ওবায়দুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্ত্রী বলেছিল, রানা গোসল করতে গেছে। বাড়ি না ফেরায় সারারাত খুঁজেও পাইনি। সকালে চোখের সামনে পুকুরে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে বুকটা ছিঁড়ে গেল।”
এলাকাবাসীর দাবি, যেখানে মরদেহ পাওয়া গেছে, সেই পুকুরে পানি ছিল মাত্র কোমর সমান, আর রানা সাঁতার জানত। ফলে তারা এই মৃত্যুকে রহস্যজনক বলেই মনে করছেন।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”