কালিহাতীতে মোবাইল কোর্টে ২৬ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১৭:২২

কালিহাতী  ( টাঙ্গাইল)  প্রতিনিধি
যায়যায়দিন

টাঙ্গাইলের কালিহাতীতে ভোক্তাদের সাথে  প্রতারণা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের  অভিযোগে মিষ্টির দোকানসহ ৫ টি দোকানে ভ্রাম্যমান আদালত  অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে  উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের  নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে  অভিযান পরিচালনা করেন। 

এ অভিযানে  পরিলক্ষিত হয়  মিষ্টির বক্সের ওজন বেশি দেখিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করা হচ্ছে এবং দইয়ে পরিমাণে কম দেওয়া হচ্ছিল। এছাড়াও  দোকানের পরিবেশ ছিল অনেকটাই অস্বাস্থ্যকর।

এমন অনিয়মের অভিযোগে দয়াময়ী হোটেলকে ১০ হাজার টাকা,বিনিময় হোটেলকে ৫ হাজার টাকা,মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা,নিমন্ত্রণ হোটেলকেন৫ হাজার ও অন্য একটি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবহার অনুপোযোগী মিষ্টির কিছু বক্স ধ্বংস করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন  উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।