ব্যবসায়ীকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ১৭:৩৩

তুরাগ (উত্তরা) প্রতিনিধি
যায়যায়দিন

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় উত্তরা টাইলস ও ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি মনজুর আলমকে আসামী সাজিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা।

আজ রোববার (৬ ‍জুলাই) দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টর ময়লার মোড় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ব্যবসায়ী ও ভুক্তভোগী মনজুর আলমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে মনজুর আলম ছাত্র-জনতা বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করলেও বর্তমানে তাকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আসামি বানিয়ে ফাঁসানো হয়েছে। এরই প্রতিবাদ জানিয়েছে টাইলস, স্যানেটারি ও ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নেতারা।

মানববন্ধনে টাইলস ও স্যানেটারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুবেল বলেন, মনজুর আলম কখনোই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিল না। তিনি সবসময় ব্যবসায়ীদের  কল্যাণে কাজ করেছে। অথচ জুলাই আন্দোলনের প্রায় এক বছর পর মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

মানববন্ধনে উপস্থিত উত্তরা পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস. এম. রিপন হাওলাদার বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে মনজুর আলম আমাদের সঙ্গে একসাথে কাজ করেছেন। বিএনপির কর্মী-সমর্থকদের নামে বৈষম্যবিরোধী হত্যা মামলা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।

বক্তব্যে জাতীয়বাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভোলা জেলা সভাপতি মুহাম্মাদ আজম বলেন, বিএনপির একজন সমর্থককে এভাবে হয়রানি ও মামলায় ফাঁসানোর ঘটনায় আমরা তীব নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে মনজুর আলমের মুক্তির দাবি জানাই।

মানবন্ধনে মনজুর আলমের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে এ সময় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ফখরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাচরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মোঃ পারভেজসহ উত্তরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা বলেন, আমি ১ তারিখে থানায় যোগদান করেছি। এই মামলার বিষয়টি আমার নলেজের বাইরে। বিষয়টি দেখে আপনাদের জানাতে পারব।

উল্লেখ্য, স্বামী নুরু মিয়ার মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাসহ ৯৫জনকে আসামী করে গত ৩০ মে উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন জোহরা বেগম। ওই মামলায় মনজুর আলমকে ৩৯নং আসামী করা হলে গত ২৫ জুন উত্তরা ১২ নম্বর সেক্টরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মনজুরকে গ্রেপ্তার করে পুলিশ। এরই প্রতিবাদে দুপুরে মানববন্ধন করেছে উত্তরার টাইলস, স্যানেটারি ও ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নেতারা।