বাকেরগঞ্জে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত 

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ২১:০১

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি ও পৌর বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

০৬/০৭/২০২৬ ইং রোজ রোববার বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত পরিচিতি সভায়   উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার,    উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার ,  আহ্বায়ক কমিটি ১ নং সদস্য  মিসেস সেলিনা হোসেন বাবলী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব হারুন অর রশিদ সিকদার,  সোলায়মান সেরনিয়াবাত,মিজানুর রহমান চুন্নু,    অহিদুল ইসলাম স্বপন সিকদার, রুহুল আমিন জোমাদ্দার, সিকদার খলিলুর রহমান,  জাহাঙ্গীর আলম দুলাল ভিপি,  এ্যাডভোকেট জিন্নাহ রথী,   উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান সুমন,ভরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শামীম খান, সদস্য সচিব নুরুল ইসলাম সিকদার,    চরাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ এম সোহাগ,  সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের তিন সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন বিএনপি আয়োজিত পরিচিতি সভায়।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ১৪ টি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এর মাধ্যমে জমা দিতে নির্দেশনা দেন এবং বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সকল কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গনতান্ত্রিক উপায় সম্পন্ন করতে অনুরোধ জানান। এবং  অতিতে / ফ্যাসিস্ট সরকার আওয়ামীলীগের সাসন আমলে  তাদের সাথে সম্পৃক্ততা আছে অথবা সভা সমাবেশে যোগ দেয়ার রেকর্ড রয়েছে তাদের অন্তর্ভুক্ত করলে সেই কমিটি গ্ৰহধ করা হবে না বলে সাফ জানিয়ে দেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।সভাপতির বক্তব্যে হারুন অর রশিদ জোমাদ্দার পরিচিতি সভায় যথাসময়ে যোগ দেয়ার জন্য সকল নেতৃবৃন্দকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সভার মুলতবি ঘোষণা করেন।