ঢাবি চ্যাম্পিয়ন, বাউবি রানার্সআপ

প্রকাশ | ০৬ জুলাই ২০২৫, ২১:৫৭

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি ) এর মধ্যে অনুষ্ঠিত হলো এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি ) এর মধ্যে অনুষ্ঠিত হলো এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজনে সোমবার গাজীপুরস্থ বাউবি ক্যাম্পাস মাঠে এ টুর্নামেন্টের বল গড়ায়।

বাউবি ও ঢাবির শিক্ষকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে, আর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়।

খেলা শেষে এক অনাড়ম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং বাউবি দলের অধিনায়ক –এর হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ বলেন, "এ ধরণের ক্রীড়া আয়োজন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলে। খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।"

স্বাগত বক্তব্য রাখেন, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ও ঢাবির অধ্যাপক ড.মোঃ মহিউদ্দিন ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ঢাবির প্রো-উপাচার্য  অধ্যাপক ড.সায়মা হক বিদিশা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য  অধ্যাপক মোঃ লুৎফর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ আনোয়ারুল আজিম আকন্দ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ শহীদুল ইসলাম,স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন খান, ইউওডিএ এর উপাচার্য অধ্যাপক ড.মোঃনুরুল ইসলাম , বাউবির প্রো-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস,  ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু জাফর খান ও অধ্যাপক ড.মোঃ শহীদুল ইসলাম,বাউবির রেজিস্ট্রার ড.মহাঃ শফিকুল আলম,ঢাবির বিভিন্ন অনুষদের ডিন, বাউবির বিভিন্ন স্কুলের ডীন, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়কবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সুস্থ সাংগঠনিক সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।