logo
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৬

  গোলাম মতুর্জা সেলিম   ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০  

হাওর উন্নয়নে সিকৃবি

সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে হাওরে জীবনমান উন্নয়নে কাজ করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) গবেষকরা। বছরে ৭/ ৮ মাস যেখানে চারদিকে থইথই পানি। শুধু বসতভিটার উঁচু জায়গাটুকুই দ্বীপের মতো ভাসমান। সিকৃবির প্রচেষ্টায় সেখানে ফিরে এসেছে সচ্ছলতা। বোরো ফসলনিভর্র হাওরাঞ্চলে এক সময় শীতকালেও মাঠের পর মাঠ পতিত থাকত। ২০১৫ সাল থেকে সুনামগঞ্জের দেকার হাওরসহ বিভিন্ন হাওরের প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে সিকৃবি নানাবিধ পদক্ষেপ নিয়েছে। সিকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহায়তায় কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অথার্য়নে পরিচালিত প্রকল্পে খরিপ ও রবি মৌসুমে লাগসই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রান্তিক জনপদের প্রভ‚ত উন্নয়ন সাধিত হয়েছে। সুনামগঞ্জের দেখার হাওরের কৃষকদের মধ্যে বিভিন্ন ফসলের চারা, সার, ধান, হঁাস-মুরগি, ছাগল-ভেড়া প্রদান করা হয়েছে। বোরো ধাননিভর্র কৃষকরা বসতবাড়িতে সারা বছর সবজি চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্বল্প পুঁজিতে হঁাস-মুরগি, ছাগল-ভেড়া পালন, কবুতর পালন, মৌসুমি পুকুরে মাছ চাষের সমন্বিত উদ্যোগের ফলে পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে। প্রকল্পের মাধ্যমে ১৫৭টি পরিবারের সদস্যদের প্রশিক্ষণ প্রদান সহ নানাবিধ কৃষিজ উপকরণ দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে