ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে তীরে ফিরতে হয়েছে ব্যাচেলর টিমকে, ভয়াবহ!
‘আমাদের এই কাজটি “সো ফার বেস্ট ওয়ার্ক” হতে যাচ্ছে। অনেক কষ্ট করে শুটিংয়ের পর কিছু কাজ থাকে যা আত্মবিশ্বাস এনে দেয়; “বিদেশ”র শুটিংয়ের পর সেই ইমোশন ও ফিল পাচ্ছি। মৃত্যুভয় কি জিনিস সেটা এবার শুটিং করতে গিয়ে টের পেয়েছি! ট্রলারে