শিশুশ্রম; যেভাবে থমকে দাঁড়ায় প্রজন্ম
শিশু ও শ্রম এই শব্দদ্বয় বিপরীত অর্থকে বহন করে। 'শিশু' শব্দটি কোমলতার চিত্র আমাদের মননে সৃষ্টি করে আবার 'শ্রম' শব্দটি সৃষ্টি করে কঠিন কোন চিত্র। এই শব্দদ্বয় এমন এক চিত্র চিন্তায় সৃষ্টি করে যা ফুটিয়ে তোলে কোমল কারো দ্বারা কঠিন