ফার্মেসি: একটি যুগোপযোগী, বাস্তবধর্মী ও কর্মমুখী প্রোগ্রাম
মানব সভ্যতার শুরুর দিকে রোগচর্চা এবং রোগের প্রতিষেধক-ঔষধ তৈরি/ব্যবহার একজনের হাতেই ন্যস্ত ছিলো। কালক্রমে বিজ্ঞান যত আধুনিকতার দিকে অগ্রসর হয়েছে তত দেখা গিয়েছে- একজনের পক্ষে অসুখ এবং ঔষধ- এই উভয় শাখার জ্ঞানকে একসাথে ধারণ করা সম্ভব নয়। এই সমস্যার সমাধানে