চিত্রাপাড়ের মিনি সুন্দরবনে এখন পাখিদের আবাসস্থল
সন্ধ্যা নামতেই শুরু হয় পাখিদের দলবেধে ঘরে ফেরার পালা। আর এসব পাখিরা ঘর বেঁধেছে চিত্রাপাড়ে। বাগেরহাটের চিতলমারী উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া চিত্রাপাড়ে গড়েওঠা মিনি সুন্দরবনের বিভিন্ন গাছে রাতে আশ্রয় নেওয়ার জন্য জড়ো হয় পাখিরা।
এলাকার বিভিন্ন খাল, বিল ও জলাশয়ে