logo
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

  ক্যাম্পাস ডেস্ক   ২০ জুলাই ২০১৯, ০০:০০  

ইবিতে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আহসান নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ।

বিশেষ অতিথি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. শিবলী চৌধুরী ও সম্মানিত অতিথি হিসেবে ভরসা গ্রম্নপ অফ ইন্ডাস্ট্রিজের ডেপুটি জেনারেল ম্যানেজার শের মো. আবু রায়হান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাজেদা আক্তার জলি।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। মধ্যাহ্নভোজ শেষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে