logo
বৃহস্পতিবার ২১ মার্চ, ২০১৯, ৭ চৈত্র ১৪২৫

  মাসুম হাসান খান   ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০  

শীত বুড়ি

হিম হিম পরশেÑ

রোদ জ্বলে শিশিরে,

ঝরা ফুল তুলে খুকি

ধিনা ধিন নাচেরে,

সষেের্ত লাগে দোলাÑ

প্রজাপতি করে খেলা,

কুয়াশার ফঁাকে ফঁাকে

জোনাকির ছুটে চলা,

শীত বুড়ি লাগে গঁাওÑ

রসে ভেজা পিঠা খাও,

আলু-সীম, ফুলকপি

মাচাতে কচি লাউ,

লেপ মুড়ি দিয়ে ঘুমÑ

আলসেমির পড়ে ধুম,

কানটুপি চাদরেÑ

উষ্ণতার দেয় চুম।।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে