logo
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

  আনোয়ার আল ফারুক   ৩১ আগস্ট ২০১৯, ০০:০০  

সাদামেঘের আনাগোনা

আকাশজুড়ে মেঘের ভেলায়

ভাসছে শরৎ ওই,

শরৎ মেঘের আনাগোনায়

বৃষ্টি মেয়ে কই?

বৃষ্টি মেয়ে মুখ লুকালো

সাদা মেঘের আড়ে,

বকের ছানা মেলছে ডানা

কাশবনের ওই ঝাড়ে।

বইছে বাতাস শীতল ছোঁয়ায়

দুলছে কাশের মেয়ে,

জোছনা নাচে জোনাক দলে

শরৎ ছোঁয়া পেয়ে।

নদীর জলে সাঁতরে বেড়ায়

কাচকি মাছের পোনা,

আকাশজুড়ে সাদা মেঘের

চলছে আনাগোনা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে