logo
শুক্রবার, ০৫ জুন ২০২০, ২২ জ্যৈষ্ঠ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

ভাদরের গীত

পঞ্চানন মলিস্নক

ভাদর ভোরে-আদর করে

সারস ছানা পুষি,

খোকন সোনা-সঙ্গীগনা

ছানা পেলে খুশি।

ভাদর দুপুর-জলের নূপুর

ছলাৎ শব্দ তোলে,

শরৎ হাওয়ায়-নদীর দাওয়ায়

কাশের কুসুম দোলে।

ভাদর বিকেল-মেঘের কি খেল

শ্যাম-সফেদে ওড়ে,

আমন চারায়-দৃষ্টি হারায়

সবুজ মাঠের ক্রোড়ে।

ভাদর সাঁঝে-আকাশ মাঝে

হাজার তারার মেলা,

মেঘের সাইকেল-বাজায় ক্রিং বেল

কখনো তার খেলা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে