logo
বুধবার ১৬ অক্টোবর, ২০১৯, ১ কার্তিক ১৪২৬

  দিপংকর দাশ   ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০  

পুজোর আমেজ

বলছে হেসে রংধনুটা

শারদীয়া আসছে,

তাইতো শাখে পুষ্প কলি

মনের সুখে হাসছে।

নদীর ধারে সাদা কাশবন

মাথা দোলায় সুখে,

লাল রঙের ওই সিঁদুর ছোঁয়া

হাসি ফোটায় মুখে।

বংশীবাদক আপনমনে

তুলছে মধুর গান,

রুক্ষ ধরা মুখরিত

পাখির কলতান।

পুজোর আমেজ বইছে ধরায়

খুশি সবার মন,

অটুট থাকুক ভালোবাসা

সদা সর্বক্ষণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে