logo
সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৬

  ইবরাহীম আদহাম   ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০  

হেমন্ত

পাখপাখালি কিচিরমিচির

ডাকছে ছন্দে ছন্দে

হেমন্তকাল এলো ধরায়

ফুল ফসলের গন্ধে।

কৃষান ভাইয়ের মুখে হাসি

গোলা ভরা ধান

পাল তুলে ঐ ঘাটের মাঝি

গাইছে সুখের গান।

ভোরের শিশির দূর্বাঘাসে

পরায় রূপের গয়না

রূপ দেখে তার গাছের ডালে

ডাকে শালিক ময়না।

নতুন ধানে পিঠার উৎসব

চলছে গাঁয়ে গাঁয়ে

গাছের ডালে শুকনো পাতা

ঝরছে মৃদু বায়ে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে