logo
শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৬

  মুহাম্মাদ আলী মজুমদার   ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০  

সুখের প্রভাত

পাকা পাকা সোনা ধানে

স্বপ্নরা ঝুলে

প্রজাপতি সুর তুলে

ওড়ে ফুলে ফুলে।

ঠান্ডা শীতল বায়ু

মনে দেয় দোলা

অপরূপা প্রকৃতি

যায় নাকো ভোলা।

কৃষকের হাসিমুখ

খুশিভরা মন

বলে দেয় এসে গেছে

খুশির লগন।

কৃষানির ব্যস্ততা

নির্ঘুম রাত

দুঃখ শেষে এনে দেয়

সুখের প্রভাত।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে