logo
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৬

  মুহাম্মাদ আলী মজুমদার   ৩০ নভেম্বর ২০১৯, ০০:০০  

সুখের প্রভাত

পাকা পাকা সোনা ধানে

স্বপ্নরা ঝুলে

প্রজাপতি সুর তুলে

ওড়ে ফুলে ফুলে।

ঠান্ডা শীতল বায়ু

মনে দেয় দোলা

অপরূপা প্রকৃতি

যায় নাকো ভোলা।

কৃষকের হাসিমুখ

খুশিভরা মন

বলে দেয় এসে গেছে

খুশির লগন।

কৃষানির ব্যস্ততা

নির্ঘুম রাত

দুঃখ শেষে এনে দেয়

সুখের প্রভাত।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে