logo
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৬

  কবির কাঞ্চন   ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

এডিস মশা

আশপাশের স্বচ্ছ জলে

এডিস মশার বিস্তার

কামড় খেয়ে ডেঙ্গু হলে

\হনেই আমাদের নিস্তার।

জ্বরের সঙ্গে ব্যথা বেড়ে

লাল রেশ ওঠলে গায়ে

মৃতু্যকোলে ঢলে পড়বে

\হডেঙ্গু জ্বরের দায়ে।

জ্বরের মাত্রা বাড়ার সাথে

গিট যদি বেশ ফুলে

চিকিৎসকের সেবা নিতে

যাই না যেন ভুলে।

এডিস মশা যতই আসুক

গুনগুনিয়ে নেচে

প্রতিরোধ আর প্রতিকারে

আমরা যাব বেঁচে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে