logo
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৪ মাঘ ১৪২৬

  আইন ও বিচার ডেস্ক   ৩০ জুলাই ২০১৯, ০০:০০  

বিগত দশ বছরে গণপিটুনিতে নিহত সহস্রাধিক

দেশে হঠাৎ করে গণপিটুনির ঘটনা বেড়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব বলছে, এ বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) সারা দেশে ৩৬ জন গণপিটুনিতে মারা গেছেন। গণপিটুনির শিকার ব্যক্তিদের পরিচয় পর্যালোচনায় দেখা যাচ্ছে, প্রায় সব ক্ষেত্রেই নারী, মানসিক রোগী, প্রতিবন্ধী, বৃদ্ধাসহ নিরীহ মানুষ গণপিটুনির শিকার হচ্ছেন।

মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সারা দেশে ১১১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০১৮ সালে ৪৮ জন, ২০১৭ সালে ৪৭ জন, ২০১৬ সালে ৫৩ জন, ২০১৫ সালে ১৩২ জন. ২০১৪ সালে ১১৬ জন, ২০১৩ সালে ১২৫ জন, ২০১২ সালে ১৩২ জন, ২০১১ সালে ১৬১ জন, ২০১০ সালে ১৭৪ জন, ২০০৯ সালে ১২৭ জন গণপিটুনিতে নিহত হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে