logo
শনিবার, ০৮ আগস্ট ২০২০, ২৪ শ্রাবণ ১৪২৬

  নাহার ফরিদ খান   ০৩ জুলাই ২০২০, ০০:০০  

অভিবাদন গ্রহণ করো

প্রিয় ভায়োলিনে যতই থাকুক প্রগাঢ় বেদনার সুর

এই দেশ জনতার জন্য হৃদয় তোমার তবু ভালোবাসা সমুদ্দুর

\হফুলের সুরভী ম্স্নান হয়ে যায় তোমার বর্ণিল সুরভিত কর্মে।

দু'চোখে স্বপ্ন এই রক্তস্নাত সবুজ শ্যাম দেশটাকে নিয়ে

এই মাটিতে কেবলই স্বপ্ন বুনে চলো, যতই আসুক ঝড়

অকুতোভয় মহীয়সী নারী, কঠিনে কোমল দৃঢ়প্রত্যয়ী,

দক্ষ্য কান্ডারি অকূল সমুদ্রে। তোমার অভিধানে নেই

পরাজয়। লোহ কঠিন দৃঢ়তায় হেঁটেছো পথ।

অরুণোদয়ের সঙ্গে রবে তোমার কীর্তিমান নাম

বাংলাদেশের মাটির প্রণয়ে রবে তোমার নাম

কালের কণ্ঠে ধ্বনিত হবে বারেবারে সে প্রিয় নাম

মহাকালের বুকে স্বর্ণাক্ষরে অঙ্কিত রবে যে নাম

সে নাম গণতন্ত্রেও মানসকন্যা শেখ হাসিনার নাম।

শুভ্র শিউলী শরৎ জন্ম তোমার সার্থক জনম তোমার

অভিবাদন গ্রহণ করো হে মহীয়সী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে