logo
সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৬

  দ্বীপ সরকার   ১০ জুলাই ২০২০, ০০:০০  

জিরাফের মনস্তাত্ত্বিক ঘাড়

জিরাফের সুদীঘল ঘাড়-আকাশ ছুঁই ছুঁই

দীঘল ঘাড় নিয়ে কোনো অহংকার নেই তার

যদিও ঘাড় তার সুদীর্ঘ মলাটের মতো-

নিজের শরীর ও দেহকে সুরক্ষিত করে রাখে

জিরাফের এ নিয়ে অনেক বিপরীত ভাবনা

হরিণ শিকারগ্রস্ত্থ হয়

শেয়ালও শিকারগ্রস্ত হয়

বিধিবিধানকে বৃদ্ধাঙ্গলী দেখায় সিংহ ও বাঘ-খায় আর চাটে

অথচ, জিরাফ দীঘল ঘাড় নিয়ে কখনো বৃদ্ধাঙ্গলী দেখালো না!

হরিণ ও শেয়াল তর্কে একদিন বলেই দিলেন

'জিরাফের মনস্তাত্ত্বিক ঘাড়'

ঘাড় ঘুরালেই পৃথিবী দ্যাখে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে