logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৬

  পঞ্চানন মলিস্নক   ৩১ জুলাই ২০২০, ০০:০০  

ঈদখোলার ঈদকথা-২

চাঁদের মাহাত্ম্য কথা ঝুলে থাকে অম্বুর গায়

এক টুকরো পেলে আমরাও যে উৎসবে মাতি,

আমাদের ঈদখোলা ভরে ওঠে হৃদ মেলা গানে।

বিভুঁই বিদেশ থেকে স্বজনেরা এলে ফিরে

আমাদের গাঁও ভরি মেতে উঠি ভাতৃত্বের প্রেমে

ত্যাগের মহিমা সুরে ভরে তুলি হৃদ ভূমিখানি

আহা ঈদ এলে মিলি সবে পরাণে পরাণে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে