logo
রোববার ২৫ আগস্ট, ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

  সমীর আহমেদ   ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

প্রেম সিরিজ ৫০

একদিন ভাতের খিদার মতোই অনুভব করেছি তোমায়,

আজও এক থাল ভাতের মতোই তোমাকে চাই আমার

নিত্য প্রয়োজনে। ভাতের অমৃত স্বাদ শৈশবেই জেনেছি

আমি আর অনেক পরে জেনেছেন বিনয়। ভাতের স্বাদ

পেলে বিনয় লিখতেন অনন্য কবিতা। আর আমি ভাতের

খিদার চেয়ে কখনো তোমাকে অধিক ভালোবাসতে পারি নাই।

আবার যদি কাছে যাই কোনোদিন, সযতনে হঁাড়ি থেকে ভাত

বেড়ে দিও। ভাতের থালার দিকে চেয়ে খিদার তুলিতে এঁকে

নেবো তোমার মায়াময়, লাবণ্য মুখ। ঠেঁাটে হাসির দীপ্তি ছড়িও।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে