logo
সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৬

  প্রণব মজুমদার   ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০  

সুরভিত প্রেম

পলস্নবিত সুবাস নিবো

কাছে তুমি এলে

সেই গন্ধ ছড়িয়ে দিবো

প্রিয়জন পেলে

ভ্রমর তখন ফুলে বসে

মধু যখন থাকে

মন সড়কে মৌমাছিরা

শব্দাবলি আঁকে

হৃদমাঝারে উঁকি দেয়

তোমার অনুভূতি

আকুল আমি শান্ত তুমি

আনন্দের দু্যতি

দিবারাত্রি খোলাই আছে

মনের জানালা

তোমার ছোঁয়ায় সরব হবে

প্রেমের কাব্যমালা!
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে