logo
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০, ৬ মাঘ ১৪২৭

  অনলাইন ডেস্ক    ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

অলিখিত প্রবন্ধ পৃষ্ঠায়

এমরান হাসান

নিজস্ব অর্চনা থেকেই হেঁটে গেছি বাকহীন প্রতিধ্বনিতে

অর্থের প্রশ্বাসে বারবার দুঃখ কেনে শব্দসমগ্র

ধ্বংসের দরোজা কে খোঁজে নিষিদ্ধ আখড়ায়?

সময় তো প্রার্থিত পথের ঠিকানা

ভুল থেকে আলোহীন মুগ্ধতায় পাশাপাশি।

আঁধার শিরোনামে যেমন হাসে সুখ

নির্জন স্পর্শের গোপনে ঘুরে দেখা সময় সংস্করণ!

এই সব খুলে দেয় পস্নাবিত দৃশ্যের পথ

এ সব প্রবন্ধে মুক্ত বুঝি অলিখিত বোধ?
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে