logo
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৫

  দালান জাহান   ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০  

ভালোবাসার মেঘবালিকা

শীতের খোলস ফেটে উড়ে,

ভালোবাসার মেঘবালিকা,

তার চোখ জুড়ে আলো-

আর সবুজ বনভূমি।

প্রতিবছর অপেক্ষায় থাকি,

পরিত্যক্ত বাড়িটির পাশে,

বৃষ্টির ফোঁটা হয়ে নামবে,

রাখালের ঘরে ঘরে-

বসন্ত হলুদ।

আর বালিকা তোমায় নিয়ে

আটকে দিবো খিল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে