logo
শুক্রবার, ০৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৬

  সঞ্চয় কবির   ২০ মার্চ ২০২০, ০০:০০  

দুর্যোগ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে-

পঙ্গপাল ক্ষুধা মৃতু্য ভয় আতঙ্ক

সঙ্কটাপন্ন মানুষের জীবন, শস্যদানা।

\হদৃষ্টিকে আরও বেশি প্রসারিত কর

অনুধাবন কর অন্তত কিছুটা রহস্য!

পাখিরা কি করে বোঝে ঝড়ের পূর্বাভাস

হিংস্র বাঘের সাথে লড়াই করে

বেঁচে থাকে বুনো মহিষের পাল?

\হটিকে থাকতে হলে আমাদের সক্ষম হতেই হবে।

এসবের বিরুদ্ধে যুদ্ধ করতে

আমরা আসলে কতটা পারঙ্গম,

এসবের সাথে লড়াই করতে

আমরা আসলে কতটা প্রস্তুত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে