logo
বুধবার ২৬ জুন, ২০১৯, ১২ আষাঢ় ১৪২৬

  শারমিন সুলতানা রীনা   ৩১ আগস্ট ২০১৮, ০০:০০  

প্রশ্রয়

প্রশ্রয় না পেলে কে আর অবলীলায় বলতে পারে ভালোবাসি।

কে হতে পারে ঘুম জাগানিয়া গান।

প্রশ্রয় দিয়েছো বলে মেঘের রঙে স্বপ্ন এঁকে যাই।

মুক্ত বিহঙ্গী হয়ে নীলিমায় উড়ি।

কতটা প্রশ্রয় পেলে বুকেই তুলে আনি বিদ্যুৎদীপ্ত ঝড়।

সোনার মুকুট খুলে বুনো ফুলের মালা তুলে নেই মাথা পেতে।

একটু প্রশ্রয়ে কোলাহল ছেড়ে স্বেচ্ছায় বেছে নিই

নিবার্সন সীমাহীন অথৈ জলের মাঝখানে নিভৃতে গড়ে তুলি

মধুময় বাসরের প্রবাল দ্বীপ।

প্রেম ও প্রশ্রয়ে হয়ে যাই যৌবনবতী নদী।

অথচ সোমত্ত সে জলে ভিজলে না এতটুকু।

স্বপ্নের বণর্চ্ছটায় নিজেকে না রাঙিয়ে পড়ে রইলে

পলকহীন দৃষ্টি ধারণ করা অপরাহ্ণের ছায়ায়

নিবার্ক পথিকের এক উদাসী প্রতিচ্ছবি হয়ে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে