logo
শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৬

  নন্দিনী ডেস্ক   ১৪ মার্চ ২০২০, ০০:০০  

মুজিববর্ষ হবে বাল্যবিবাহ বন্ধের ভিত্তি বছর

মুজিববর্ষ হবে বাল্যবিবাহ বন্ধের ভিত্তি বছর
মুজিববর্ষ হবে বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধের ভিত্তি বছর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান ফজিলাতুন্নেছা। বাল্যবিবাহ বন্ধে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশকে বাল্যবিবাহ মুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলেও উলেস্নখ করেন তিনি। শিশুবিবাহ একটি প্রথা যা নারীদের ঘিরে দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক মূল্যবোধ ও অসম অবস্থানকে প্রতিফলিত করে। বাল্যবিবাহ বাংলাদেশে একটি মেয়ে ও তার পরিবারের কী ধরনের ক্ষতি করে হিউম্যান রাইটস ওয়াচ তার বিস্তারিত বিবরণ দিয়েছে। যেমন মাধ্যমিক পর্যায়েই পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, গুরুতর স্বাস্থ্যগত সমস্যা, আগাম গর্ভধারণের ফলে যা মৃতু্য পর্যন্ত ডেকে আনতে পারে, স্বামী পরিত্যক্ত হওয়া এবং স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে পারিবারিক সহিংসতার শিকার হওয়া বাল্যবিবাহের ক্ষেত্রে আইন ও বিধিমালা গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে