logo
বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৬

  তারার মেলা রিপোর্ট   ১২ মার্চ ২০২০, ০০:০০  

অপারেশন সুন্দরবনে শাকিলা

অপারেশন সুন্দরবনে শাকিলা
মিউজিক ভিডিও করেই বেশি আলোচনায় এসেছেন শাকিলা পারভীন। নাটকেও অভিনয় করেছেন তিনি। তবে এবারই প্রথম তিনি সিনেমায় অভিনয় করেছেন। দীপংকর দীপনের নির্র্মাণ চলতি আলোচিত সিনেমা 'অপারেশন সুন্দরবন'-এ অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সুন্দরবনে কয়েকটি লটে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। সিনেমাটিতে শাকিলা পারভীন জুনিয়র টাইগার রিসার্চার সুমী চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে অভিনয় করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত শাকিলা পারভীন।

শাকিলা বলেন, 'প্রথম সিনেমা আমার অপারেশন সুন্দরবন। আমার সৌভাগ্য যে এই সিনেমায় আমি অনেক গুণি শিল্পীদের সঙ্গে যেমন- রাইসুল ইসলাম আসাদ ভাই, রিয়াজ ভাই, আরমান পারভেজ মুরাদ ভাই, রওনক ভাই, তাসকিন ভাই, সিয়াম ভাই'সহ আরো অনেকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এত গুণি শিল্পীদের সঙ্গে আসলে এর আগে আমার কাজ করার সুযোগ হয়ে উঠেনি। যেহেতু এটা আমার প্রথম সিনেমা, তাই আমারও চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ ছিল, চেষ্টা ছিল। আমি কৃতজ্ঞ সিনেমার পরিচালক দীপংকর দীপন দাদার কাছে। তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। সত্যি বলতে কী- পুরো টিমই আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে