শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেলে বেশে পাচারকালে ২০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক 

টেকনাফ প্রতিনিধি
  ১২ জানুয়ারি ২০২৩, ১৩:৩৫

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র জওয়ানেরা অভিযান চালিয়ে জেলের ছদ্মবেশে পাচারকালে ২০টি স্বর্ণের বার (৩.৩২০ কেজি) ও ৫ কেজি কারেন্ট জালসহ এক চোরাকারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা।

আটক যুবক উপজেলার সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপের উত্তর পাড়ার মোঃ জাকারিয়া ছেলে মোঃ ইয়াছ নূর (২২)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গভীর রাত দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় যে এক চোরাকারবারিকে নাফ নদীতে হয়ে মৎস্য আহরণের ছদ্মবেশে জাল হাতে নিয়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে পায়ে হেঁটে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশী করে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জালসহ তাকে আটক করা হয়।

বিজিবির অধিনায়ক আরও জানান, স্বর্ণ পাচারের সাথে জড়িত আরো দুই জনকে পলাতক আসামী করে ধৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে