বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
walton

উখিয়ায় ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ভলান্টিয়ার নিহত 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৩, ১৩:৪৪
আপডেট  : ১৫ মার্চ ২০২৩, ১৩:৪৫
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা ভলান্টিয়ার নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) ভোর সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এনজিও অফিসে রাতে ডিউটি করে নিজ শেডে ফেরার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা অপহরণ করে । পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে চলে যায়।

এদিকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আইনশৃঙ্খলা দায়িত্ব নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের টহল দল সন্ত্রাসীদের গ্রেফতারে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে