শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীতে ভারতীয় শাড়ি,-থ্রি-পিস, চশমাসহ র‍্যাব হাতে আটক-২

সেনাগাজী/ফেনী প্রতিনিধি
  ২০ মে ২০২৩, ২৩:৩৭
আপডেট  : ২০ মে ২০২৩, ২৩:৪৬

ফেনীতে ভারতীয় চোরাইকৃত ৫০৮ পিস শাড়ি,৫৮ পিস থ্রি-পিস ও ৬৮৭২ টি চশমা সহ দুইজনকে আটক র‍্যাব-৭ সদস্যরা। শুক্রবার (১৯মার্চ ) দিবাগত রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌর শহরের স্ট্রান্ড রোড়ের পোস্ট অফিসের সামনে অস্থায়ী ক্যাম্প বসিয়ে ব্যাপক গাড়ি তল্লাশির পর সন্দেহ জনক একটি মিনি পিক-আপকে সিগনাল দিলে পিক-আপটি পালিয়ে যাওয়ার সময় ধরতে সক্ষম হয় র‍্যাব-৭ সদস্যরা।

এসময় ছাগলনাইয়া উপজেলার মধ্য মটুয়া গ্রামের তারেক (২৫) পিতাঃ ও একই উপজেলার উঃ মটুয়া গ্রামের মোঃ বাবলু (২৭) পিতাঃ নুরনবী নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে ১৩ টি বস্তা বেতর থেকে শাড়ি,থ্রি-পিস ও চশমা উদ্ধার এবং পিক-আপটি জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৮ লক্ষ ১৫ হাজার টাকা।

ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, চোরাইমাল, পিক-আপসহ আসামীদ্বয়কে ফেনী মডেল থানায় হস্তান্তর করে।

এবিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে