শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ২৭ মে ২০২৩, ১০:১৩
আপডেট  : ২৭ মে ২০২৩, ১০:২১

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাশ্ববর্তী দেশ হতে সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে। এপ্রেক্ষিতে ২৬ মে ২০২৩ তারিখ আনুমানিক রাত ২২৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী টোল প্লাজা নামক স্থানে অবস্থান নেয়। তখন ০১টি সিএনজি অটো রিকশা তল্লাশী করে মোঃ কমল (৩৮) পিতা-মৃত আলী হোসেন, গ্রাম-হেতাংকা ছোট মসজিদ, ডাকঘর-ঘোড়ামারা, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী এর কোমরে লুঙ্গির মধ্যে লুকানো অবস্থায় ০১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০৭ রাউন্ড গুলি ও ০২টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী ও অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে

রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজিবি'র প্রেস ব্রিফিং-এ তা জানানো হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে