শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলে আগুন ধরিয়ে কলেজছাত্রের প্রতিবাদ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
  ২৯ মে ২০২৩, ১১:১৬

হয়রানী সহ্য করতে না পেরে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানালো হাফিজুর রহমান নামে এক কলেজ ছাত্র।

অবশ্য, পুলিশ যুবক হাফিজুরকে আটকও করেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের মণিরামপুর উপজেলা কলারোয়া সড়কের রামপুর মোড়ে এ ঘটনা ঘটে।

কলেজ ছাত্র হাফিজুর রহমান কলারোয়া উপজেলার রায়টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। ঘটনার সকাল সাড়ে ১১টার দিকে নিজ মোটরসাইকেল সাতক্ষীরা এ ১১-৫০১৩ নম্বরধারী চালিয়ে যশোরে যাচ্ছিল হাফিজুর। পথিমধ্যে মণিরামপুরের রামপুর মোড় নামক স্থানে পৌছুলে ট্রাফিক সার্জেন কবির হোসেন তাকে গতিরোধ করে।

এ সময় তার মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখালেও ড্রাইভিং লাইন্সে না থাকায় মামলা দেয়া তার বিরুদ্ধে। এক পর্যায়ে পুলিশের অ-সৌজন্যমূলক আচারণে প্রতিবাদে ওই কলেজ ছাত্র হাফিজুর রহমান নিজ মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পরই রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আশিকুর রহমান হেফাজতে নেয়।

এ ব্যপারে সার্জেন অফিসার কবির হোসেন জানান, মোটারসাইকেল চালককে ড্রাইভিং লাইনেন্স না থাকায় মামলা দেয়া হয়েছে। পরে শুনেছি সে নিজের গাড়িটি আগুন লাগিয়ে দিয়েছে। জানাগেছে হাফিজুর রহমান যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে