শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
walton

পোরশায় ধর্ষণের অভিযোগে আটক ১

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  ২৩ আগস্ট ২০২৩, ১১:৫০

নওগাঁর পোরশায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা হতে তাকে আটক করা হয়।

আটক হাসান আলী পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নরে মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, ১২ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে ওই শিশু শিক্ষার্থী তাদের বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় হাসান আলীর বাড়ি একই গ্রামে হওয়ায় সেও পুকুরে গোসল করতে যায়।

সে সময় পুকুরে কেউ না থাকায় ভিকটিমকে একা পেয়ে পুকুর ঘাটেই তার ইচ্ছার বিরুদ্ধে হাসান জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় পরের দিন ভিকটিমের বাবা বাদি হয়ে পোরশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের মামলার খবর পেয়ে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরে বিষয়টি র‌্যাব-৫ জয়পুরহাট, সিপিসি-৩ কতৃক মামলা নথিভুক্ত করার পর থেকেই আসামিকে আটকের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখেন। পরবর্তীতে আসামি পালিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ এলাকায় অবস্থান নিলে র‌্যাব-১৪, সিপিসি-১ এর সহায়তায় হাসান আলীকে আটক করা হয় এবং থানায় হস্তান্তর করা হয়।

পোরশা থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং হাসান আলীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে