গাজীপুরে ভেজাল সস তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল সস এবং সস তৈরির রাসয়নিক ও অন্যান্য উপকরণসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো গাজীপুরের মোঃ সাহাবুল (৪৪), চাঁদপুরের মোঃ জসিম (৩৫), মোঃ রাহাত (২১) ও শান্ত (২০) এবং হবিগঞ্জের মোঃ মোঃ মিশন মিয়া (২৩) ও মোঃ জাহাঙ্গীর (১৮)।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ) মোঃ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাছা থানাধীন কুনিয়া পাছর এলাকায় ইসলামীয়া সস কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শরীরের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ ভেজাল সস, সস তৈরির রাসয়নিক, অন্যান্য উপকরণ, পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালননার সময় দেখা যায়, টমেটো ও তেতুলেঁর উপস্থিতি ছাড়াই শুধমাত্র সাইট্রিক এসিড ও রাসয়নিক টেস্টিং এজেন্টসহ আটা, বার্লি, রং, মরিচ গুড়া দিয়ে সস তৈরি হচ্ছে। সস তৈরির জন্য আটা ও বার্লির মিশ্রণে মরিচের গুড়া, রং ও কেমিক্যাল মিশ্রণ করে চুলায় গরম করা হয়। গরম মিশ্রণটি বালিতিতে ঢেলে ঠান্ডা হলে টমেটো এবং তেতুলের সুগন্ধের জন্য সাইট্রিক এসিড মিশ্রিত করা হয়। বালতি থেকে সাধারণ মগ ব্যবহার করে হাত দিয়ে লাল রংয়ের ৫ লিটার প্লাস্টিক জারে ঢেলে অস্বাস্থ্যকর উপায়ে প্যাকেজিং ও বিভিন্ন রেস্টুরেন্টে বিপনন করা হয়। অভিযান পরিচালনাকালে আটকরা জানায় তাদের সরকারি কোনো দপ্তরের অনুমোদন নেই এবং তারা গোপনীয়ভাবে উক্ত ইসলামীয়া সস ফ্যাক্টরী পরিচালনা করে আসছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভেজাল টমেটো সস ৫১৯ জার (প্রতি জার ৫ লিটার), ভেজাল তেতুঁল সস ১০৫ জার (প্রতি জার ৫ লিটার), সাইট্রিক এসিড, রাসয়নিক টেস্টিং এজেন্ট-৫ কেজি, মরিচের গুড়া-১ বস্তা, আটা-১ বস্তা, বার্লি-৪ বস্তা, লবণ-১ বস্তা। এছাড়াও কৃত্রিম রং, কৃত্রিম ফ্লেভার, পরিবহন কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, লেবেল স্টিকার এবং রাসায়নিক মিশ্রণের কাজে ব্যবহৃত প্লাস্টিক ড্রাম, বালতি, মগ ইত্যাদি রয়েছে ।
ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
যাযাদি/ এস