শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
walton

রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

যাযাদি ডেস্ক
  ২৬ আগস্ট ২০২৩, ১৭:৩২

ঢাকার কলাবাগানের ভূতের গলি এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর বয়স আট বছর বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস।

তিনি জানান, আজ দুপুরে কলাবাগানের ভূতের গলির একটি ভবনের কেয়ারটেকার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ভবনের একটি বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে।

বিজন দাস জানান, ওই বাসায় এক নারী তার তিন বছর বয়সী সন্তানকে নিয়ে থাকতেন। গতকাল (শুক্রবার) তারা বাসায় তালা মেরে বের হয়ে যান। আজ বাসার লোকজন ডাকাডাকি করলেও কেউ গেট না খোলায় থানায় খবর দেওয়া হয়। পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম ও পরিচয় সম্পর্কে জানতে চাইলে বিজন দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে