বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
walton

চাঁদপুরে ৪ হাজার ৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি
  ২৮ আগস্ট ২০২৩, ১৩:০৫

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (২৭ আগষ্ট) বিকেলে কোস্টাগার্ড চাঁদপুর স্টেশন থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২৬ আগষ্ট) দিনগত রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্য ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ হরিণা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা থেকে চট্রগ্রাম গামী দুইটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ৪ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভিযানে উপস্থিতি ছিলেন চাঁদপুর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে