নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাপ্পি (১২) নামের এক শিশু অটোরিকসা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকার একটি পেয়ারা গাছের নিচে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বাপ্পি উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্বপাড়া এলাকার খোকনের ছেলে।
নিহত শিশু অটোচালকের নাম পরিচয় নিশ্চিৎ করেছেন আড়াইহাজার থানার এস আই আঃ রহিম। এর আগে শিশুটিকে আড়াইহাজার পৌর এলাকায় অটোরিকসা চালাতে দেখেছেন অনেকেই। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, লাশটি একটি পেয়ারা গাছের নিচে থাকা একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে এবং লাশের পেন্টের পকেটে দুটি পেয়ারা পাওয়া গেছে। তবে হত্যার রহস্য ময়না তদন্তের আগে উদঘাটন করা যাচ্ছেনা। ঘটনাটি নিহতের অটো চুরি করে নিয়ে যাওয়া অথবা যে গাছের নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে ওই গাছের পেয়ারা চুরি করতে গিয়ে ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের অটোরিকসাটি উদ্ধার হয়নি।
যাযাদি/ এস